সরকারি প্রকল্পে মাছ বিতরণে উঠল পক্ষপাতিত্বের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, মালদা–সরকারি প্রকল্পে মাছ বিতরণে উঠল পক্ষপাতিত্বের অভিযোগ। বিরোধী দলের সমর্থক মৎস্যজীবিদের মাছ না দেওয়ার অভিযোগ উঠল মালদার মানিকচকে। জানা গেছে, মঙ্গলবার মানিকচক ব্লক মৎস্য দপ্তর এবং মানিকচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মৎস্যজীবিদের মধ্যে চারাপোনা মাছ বিতরণ করা হয়। মৎস্যজীবিদের অনেকেই বিনামূল্যে মাছের পোনাপানা পান। কিন্তু অনেকে আবার মাছের চারা না পেয়ে ক্ষোভে ফেটে…

