দক্ষিণ দেওগাঁও ২ নং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে মজলিশ এ ইফতারের আয়োজন করা হয়।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পবিত্র মাহে রমজান উপলক্ষে মজলিশ এ ইফতার অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁয়ে। দক্ষিণ দেওগাঁও ২ নং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে মজলিশ এ ইফতারের আয়োজন করা হয়।এদিন প্রায় আড়াই হাজার মুসলিম ধর্মপ্রাণ রোজাদারকে ইফতার করানো হয় বলে জানান সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ নিয়াজ।এদিনের অনুষ্ঠান থেকে সম্প্রীতি ও একতার বার্তা দেন সংগঠনের গ্রামীণ ব্লক সভাপতি জুলফিকার আলী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ফালাকাটা টাউন ব্লক সভাপতি আলতাফ হোসেন, মাদারীহাট ব্লক সভাপতি ফজলুল ইসলাম, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল,দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান সেরিনা খাতুন প্রমুখ।

