বিজেপির কর্মী সমর্থকরা ভোট না হওয়ার কথা জানতে পেরেই তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
নিজস্ব সংবাদদাতা, মালদা– —বামনগোলা থানার অন্তর্গত মালদা নালাগোড়া রাজ্য সড়কের কলোনি এলাকায় বিজেপির তরফ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিজেপির তরফে অভিযোগ ধামরই বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজ তথা রবিবার সমবায় সমিতির ভোট হওয়ার কথা থাকলেও,ভোট না হওয়ায়।বিজেপির কর্মী সমর্থকরা ভোট না হওয়ার কথা জানতে পেরেই তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিজেপির তরফে জানানো হয়।হঠাৎ গতকাল জানতে পারে রবিবার যে ভোট হওয়ার কথা ছিল পুলিশ প্রশাসনের সেভাবে ব্যবস্থা না থাকায় এই ভোট হচ্ছে না এমনই খবর পেয়ে বিক্ষোভ হেটে পরে বিজেপির কর্মী সমর্থকরা, রবিবার তারই প্রতিবাদ জানিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক পথ অবরোধ করে ধিক্কার জানাতে থাকে তাদের অভিযোগ বিজেপি এই সমবায় ব্যাংকের ভোটে জয়যুক্ত হবে সেই ভয়ে বকলমে তৃণমূল এই ভোট বন্ধ করেছে। যার ফলে রবিবারের ভোট বন্ধ করার প্রতিবাদ প্রায় ঘন্টা দুয়েক মালদা নালাগোলা রাজ্য সড়ক অপরাধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে যদিও অবশেষে বামনগোলা থানার পুলিশ ঘটনা স্থলে এসে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয় বলে খবর লেখা পর্যন্ত খবর।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় পুলিশ প্রশাসনের কিছু সমস্যা থাকাই ভোটের দিন স্থগিত করা হয়েছে তাই বলে গোটা রাজ্যে বিজেপি কোন জায়গা নেই তাই তারা তৃণমূল সব জায়গায় হৈ হৈ করে জিতছে তাই জন্য বিজেপি নাটক করে এই সব করে করছে।

