আচমকা একটি চিতাবাঘ আক্রমণ চালালে জখম হয় এক মহিলা চা শ্রমিক।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চিতাবাঘের হানায় গুরুতর ভাবে জখম এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে। এদিন ওই চা বাগানের শ্রমিক সীমা খড়িয়া বাগানে কাজ করছিল ওই সময় আচমকা একটি চিতাবাঘ তার উপর আক্রমণ চালায়। এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয় ওই মহিলা শ্রমিক। তার চিৎকারে অন্যান্য শ্রমিকরা চলে এলে চিতা বাঘটি এলাকা থেকে পালিয়ে যায়। শ্রমিকরা আহত অবস্থায় সীমাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় দলগাঁও চা বাগান জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

