বালুরঘাটের নাট্যসংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখতে নাট্যদল “নাট্যকর্মী” আয়োজন করল ছয় দিনের নাট্যমেলা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-বালুরঘাটের নাট্যসংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখতে নাট্যদল “নাট্যকর্মী” আয়োজন করল ছয় দিনের নাট্যমেলা। সোমবার সন্ধ্যায় এই উৎসবের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিস সরকার, জেলা পরিষদ সদস্য মৃণাল সরকার, শিক্ষাবিদ নবকুমার দাস এবং কলকাতার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবাশীষ দত্তসহ অন্যান্য বিশিষ্টজনেরা।

উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় ইফটা নাট্য সংস্থার নাটক অ-সুখ। নির্দেশনায় ছিলেন দেবাশীষ দত্ত এবং নির্মাণে প্রসেন। নাটকটিতে এক নাট্য ব্যক্তিত্বের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং মানুষের কাছে নিজের কথা পৌঁছাতে না পারার যন্ত্রণা ফুটে ওঠে। এছাড়াও, কোচবিহারের ইন্দ্রায়ুধ নাট্য সংস্থার জ্বালা নাটকটি পরিবেশিত হয়।

নাট্যকর্মীর অন্যতম সদস্য অমিত সাহা জানান, “এই ছয় দিনে নয়টি নাট্যদল তাদের সেরা নাটক পরিবেশন করবে। আমরা আশা করছি, নাট্যপ্রেমীদের জন্য এটি এক স্মরণীয় অভিজ্ঞতা হবে।”

বালুরঘাটের সমৃদ্ধ নাট্যঐতিহ্যের পথ ধরে এই নাট্যমেলা যে শহরের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে, তা নিয়ে আশাবাদী দর্শক ও নাট্যপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *