সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুল রোডের ধারে আমলপুরে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এ টি এম এ, ব্যাপক লুঠ পাট চালায় দুষ্কৃতীরা।
প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএম এ ডাকাতি । ঘটনাটি ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত আন্দুল রোডের ধারে আমলপুরে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এ টি এম এ, ব্যাপক লুঠ পাট চালায় দুষ্কৃতীরা। প্রশাসনের অনুমান দুষ্কৃতীদের দল কাক ভোরে এই ঘটনা ঘটিয়েছে। এটিএম এর মেসিন ভেঙে সব টাকা নিয়ে যায় । এটিএম মেসিনের বডি ভাংচুর অবস্থায়…

