শ্বশুর বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিলে চোর।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- শ্বশুর বাড়ির পাশে মেলাতে ঘুরতে এসে বাইক খোয়ালেন এক ব্যক্তি। শ্বশুর বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিলে চোর। এমন ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের ঢলদীঘি এলাকায়। ঘটনায় পুলিশের দ্বারস্থ বাইক মালিক।
জানা গেছে, মালদা জেলার গাজোল থানার বাসিন্দা সেলিম মিনাজ। মেলা উপলক্ষ্যে গত দুদিন আগে গঙ্গারামপুর থানার ধলদীঘিতে এসেছিলেন শ্বশুরবাড়িতে।রবিবার রাতে শ্বশুর বাড়ির সামনে বাইক রেখে মেলাতে ঘুরতে গিয়েছিল ওই ব্যক্তি। মেলা থেকে ঘুরে এসে দেখতে পান তার বাইকটি উধাও হয়ে গেছে। ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি বাইক। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি ও তার শ্বশুরবাড়ির লোকজন। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

