শিক্ষক-কে হেনস্থা করার অভিযোগ বেশকিছু অভিভাবকের বিরুদ্ধে, প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন গোটা গ্রামবাসী।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিদ্যালয়ের প্রধান শিক্ষক-কে হেনস্থা করার অভিযোগ বেশকিছু অভিভাবকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন গোটা গ্রামবাসী। বৃহস্পতিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের ৫নং দীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের কড়ই চেঁচড়া উচ্চ বিদ্যালয়ে। এদিন প্রধান শিক্ষকের সমর্থনে এলাকায় মিছিল সহ পথসভার আয়োজন করে গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে খবর,গত মঙ্গলবার কড়ই চেঁচড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক পড়ুয়া ইংরেজি বানান না পারায় প্রধান শিক্ষক ওই পড়ুয়াকে শাসন করেন বলে খবর। এই ঘটনার পর স্কুল পড়ুয়াকে বেধড়ক মারধর করার অভিযোগ তুলে সরব হন তার পরিবারের সদস্যরা। ঘটনায় প্রধান শিক্ষককে হেনস্থা করার অভিযোগ ওঠে পড়ুয়ার পরিবারের বিরুদ্ধে। এমন ঘটনা এলাকায় চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ঘটনায় প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে এলাকায় মিছিল বের করে গ্রামবাসীরা। এমন এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে এলাকায়।

