গোপন সূত্রের খবরের মাধ্যমে হানা দিয়ে জাল নোট সহ ২পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—গাজোলে যাত্রীবাহী বাসে১যাত্রীর মাধ্যমে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার জাল নোট।গোপন সূত্রের খবরের মাধ্যমে হানা দিয়ে জাল নোট সহ ২পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।শনিবার দুপুরের ১২ টা দিকে তাদের গাজোল থানা থেকে জেলা আদালতে পাঠানো হয়।গাজোল থানার অন্তর্গত কদুবাড়ী এলাকার।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম মোশারফ হোসেন।বয়স ২৮ বছর। আরোও একজনের নাম নাসিম শেখ(২২) দুজনের বাড়ি বৈষ্ণব নগর এলাকায়।শুক্রবার রাতে মালদা থেকে রায়গঞ্জ এর উদ্দেশ্যে যাত্রীবাহী বাস যাচ্ছিলেন।সেই বাসে গোপন সূত্রের লক্ষ্য করে অভিযান চালিয়ে কদু বাড়ী মোর তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১লক্ষ ৯৭ হাজার টাকার জাল নোট।জাল নোট গুলি কোথায় পাচার হচ্ছিল, কারা এই চক্রে জড়িত তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।