আজ নয় কাল তো পুলিশ চলে যাবে, তখন কি হবে? এই আতঙ্কই এখন তাড়া করছে মোথাবাড়ির গ্রামগুলিতে।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —- ‘আমরা শান্তি চাই’! রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের কাছে আর্জি মহিলাদের।পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি। কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলে যাবে, তখন কি হবে? এই আতঙ্কই এখন তাড়া করছে মোথাবাড়ির গ্রামগুলিতে। পুলিশের ভুমিকা নিয়ে কোন ক্ষোভ নেই, কোন পক্ষের। তবে একটাই আতঙ্ক পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু…

