ওসির হাত দিয়ে গোলাপফুল আস্ত বাগান সেজে নজর কাড়ছে কুচলিবাড়ি থানা।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ভাস্কর রায় কুচলিবাড়ি থানার ওসি। জৈব পদ্ধতিতে আস্ত একটি বাগান তৈরি করেছেন। সেখানে আছে একাধিক প্রজাতির গোলাপ ফুলের সমাহার। তিনি থানার মাথা। চোর-বদমাইশদের নিয়ে নাড়াঘাটা করাটা পুলিশ হিসেবে তাঁর ডিউটি। তাও আবার ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া তিনবিঘা করিডোর এর ঢিল ছড়া দূরত্বে অবস্থিত থানার দায়িত্বে তিনি। যেখানে স্থানীয় সমস্ত রকমের ক্রাইম…

