হাসি-আড্ডা থেকে শোক—দ্বারকেশ্বরে তলিয়ে গেল ২২ বছরের সৌরভ।
হুগলি, নিজস্ব সংবাদদাতা :- হাসি-আড্ডার মাঝেই মুহূর্তে বদলে গেল সবকিছু… হুগলি জেলা গতকাল দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে আর আর ফিরে আসেনি আরামবাগের এক তরুণ প্রাণ। নিখোঁজ যুবকের নাম সৌরভ চোঙ্গদার। বয়স মাত্র ২২ বছর।জীবনের শুরুতেই যেন থমকে গেল তাঁর সব স্বপ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় হঠাৎই নদীর স্রোতে তলিয়ে যান সৌরভ।চোখের সামনে ঘটে যাওয়া…

