রাস্তার ধারে সরকারি নিকাশি নালা মাটি ফেলে দখলের অভিযোগ, উদ্ধার তিনটি ট্রাক্টার ও জেসিবি।

নাদনঘাট, নিজস্ব সংবাদদাতা:-নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবায় STKK রোডের পাশেই জল নিকাশি নালা মাটি ফেলে বুঝিয়ে ফেলা হচ্ছে এমনই অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। তাদের দাবি কখনো রাতের অন্ধকারে কখনো আবার প্রকাশ্য দিবালোকে ট্রাক্টারে করে মাটি ফেলে ভরাট করা হচ্ছে এই জল নিকাশি নালা। এই নিকাশি নালা ভরাট করে একশ্রেণীর অসাধুচক্র প্রোমোটিংয়ের ব্যবসা করার ফাঁদ…

Read More