সেতা খান এবং আরিয়ান খান এই দুটো নামের সাথে গত ৪৮ ঘণ্টায় অনেকেই জানতে পেরেছেন, একজন মা অপরজন ছেলে এমনই অভিযোগ উঠে আসছে।
ডোমজুড়, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরেই ডোমজুড়ের এলাকাতে সেক্স রেকেট চালাতো এমনই অভিযোগ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এখানে বিভিন্ন রকম পুরুষ এবং মহিলাদের যোগাযোগ করা হতো সোশ্যাল মিডিয়া মারফত এবং একটা প্রোডাকশন হাউজ পর্যন্ত খুলে ফেলেছিল এই মা ও ছেলে এবং সিনেমাতে সুযোগ করে দেওয়ার প্রলোভনে অল্প বয়সী ছেলে মেয়েদের যুক্ত করা হতো। তেমনি এই ফাঁদে…

