জগৎবল্লভপুরে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম পথচারী, এলাকায় তীব্র ক্ষোভ।
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- আবারও বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত এক পথচারী। ঘটনাটি হাওড়া জগৎবল্লভপুর পাঁতিহাল যদুপুরের। ঘটনাস্থল থেকে যেটা জানতে পারা গেছে, আজ দুপুর ১:৪৫ নাগাদ হাওড়া আমতা রোডের হাওড়া জগৎবল্লভপুর থানার পাঁতিহাল যদুপুরে এক ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন, সেই সময় হঠাৎই একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে, এবং ঘটনাস্থল থেকে অনেক…

