বকেয়া ভাতা ও মিনিমাম ওয়েজের দাবিতে বিডিও অফিস ঘেরাও, র্যালি করে ডেপুটেশন আশা কর্মীদের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— বামনগোলা আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে ৯ দিন চলছে কর্মবিরতি।বুধবার সকাল থেকে বামনগোলা ব্লক আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দিন প্রথমে একটি র্যালি করে পাকুয়াহাট বামনগোলা ব্লকের বিডিও অফিসের সামনে আশা কর্মীরা বিক্ষোভ দেখে থাকে পরে সেখান থেকে তাদের বিভিন্ন দাবি গুলি তুলে স্লোগান দিতে থাকে।তাদের দাবিগুলি ডেপুটেশনের মাধ্যমে দীর্ঘ দাবি তুলে…

