
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় সংসদ সভায় আবাস যোজনা নিয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় সংসদ সভায় আবাস যোজনা নিয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য,যাদের দ্বোতলা পাকার বাড়ি আছে যাদের বাড়িতে দুটো করে এসি আছে তারাই বাড়ি পাচ্ছে। জনগণ আমাদের কুকুর শিয়াল বলে গালাগালি দিচ্ছে , এমনকি কুকুর শিয়ালের মতো আমরাই শুধু বাটামের মার খাব অন্যান্যরা খাবে না,পাঁশকুড়া এক…