পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে শুরু হল ‘মা ক্যান্টিন’, মাত্র ৫ টাকায় সম্পূর্ণ ভাতের থালি।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে চালু হল মা ক্যান্টিন। মূলত রুগির পরিবারের কথা ভেবে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এই উদ্যোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে পাঁশকুড়া পৌরসভা।মাত্র ৫ টাকায় ডিম,ডাল, সব্জী এবং ভাত, পাওয়া যাবে,এই পরিষেবার চালু হয় খুশি রোগীর আত্মীয়-স্বজন।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন…

