
ছোট্টবেলার আঁকিবুঁকি হাত আজ তুলির টানে যেন জীবন্ত ছবিতে পরিনত করেছে পাঁশকুড়ার গোপালনগরের মৌমিতা।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বয়স মাত্র ১৮ বছর, সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোপালনগর এলাকার গুড়চাকলি গ্রামের মেয়ে মৌমিতা প্রামানিক। ছোটো থেকেই তাঁর পড়াশোনার পাশাপাশি নেশা ছিল ছবি আঁকার, তাই ছোট থেকেই কখনও স্লেটে বা খাতায় পেন পেন্সিল দিয়ে আঁকিবুঁকি করত সে, আর সেই ছোট্টবেলার আঁকিবুঁকি হাত আজ তুলির টানে…