দু’মাসের মাথায় তমলুকের দুঃসাহসিক সোনার দোকান ডাকাতির মাস্টারমাইন্ড ধরা পড়ল।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপূজার আগে দিনে দুপুরে তমলুকে মিলন নগরের সোনার দোকানের দুঃসাহসির ডাকাতি হয়। দোকানে ভিতরে বন্ধুক ঠেকিয়ে দুষ্কৃতীরা ডাকাতি করেন। এরপরে প্রায় চার দিন পর গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতিকে। তবে মূল পান্ডাকে গ্রেফতার করতে পারেনি। আগড়া, উত্তরপ্রদেশে থেকে গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয় দুই পান্ডাকে এবং উদ্ধার করা হয় দশ কার্তুজ…

