বিদ্যুতের যুগেও আশা ছাড়েননি মৃৎশিল্পীরা, দীপাবলিকে ঘিরে নতুন উদ্দীপনা কোলাঘাটে।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাতেগোনা আর কয়েক দিন বাকি শুভ দীপাবলি, তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় মৃৎশিল্পীরা রকমারি প্রদীপ নিয়ে পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন জায়গায়, তেমনই এক ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে, এইদিন এক মৃৎশিল্পী জানিয়েছেন বর্তমান যুগে বৈদ্যুতিক বিভিন্ন রকমারি বাতি চলে আসায়, কার্যত ভাটা পড়েছে মৃৎ শিল্পীদের, তবে এই বছর ভালো…

