P-এর পর অক্ষর বলতে না পারায় শিশুকে আছাড়! অন্ডালে গৃহশিক্ষকের নৃশংসতা।
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল, পশ্চিম বর্ধমান:- সামান্য ভুলের জন্য এক এল.কে.জি পড়ুয়াকে নির্মমভাবে মারধরের অভিযোগে গৃহশিক্ষককে আটক করল পুলিশ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অন্ডাল থানার অন্তর্গত জামবাদ এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষকের নাম নিরজ বার্ণওয়াল। তিনি জামুরিয়া থানার কেন্দাফাঁড়ির অধীন পড়াশিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় গৃহশিক্ষক।সূত্রের খবর, অন্যান্য দিনের মতো ওই…

