মাটি খুঁড়তেই বেরোল কার্তুজ, শালবনির আজনাশুলি গ্রামে চাঞ্চল্য।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জমির মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কার্তুজ । দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় কার্তুজ উদ্ধার যা নিয়ে চাঞ্চল্য এলাকায় ।স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আজনাশুলি গ্রামে মাঠে ইঁদুর ধরার জন্য মাটি কাটছিল বেশ কিছু আদিবাসী মানুষজন । সোমবার সাত সকালে ইঁদুর…

