দেশে থেকে মেলেনা কাজ, তাই বাধ্য হয়েই পেট চালাতে পরিযায়ী তকমা নিতে হচ্ছে আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের।
নিজস্ব সংবাদদাতা, মালদা— জীবন সংগ্রাম করে কোনক্রমে দু’বেলা দুই মুঠো খাবার কোন ক্রমে সংগ্রহ হয়। তবুও দেশে থেকে মেলেনা কাজ, তাই বাধ্য হয়েই পেট চালাতে পরিযায়ী তকমা নিতে হচ্ছে আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের। পেটের দায়ে ঘরে তালা ঝুলিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে সামান্য দিনমজুরের কাজে। অধিকাংশ পরিবারই সকলে মিলে ভিন রাজ্যেই কাজ করছেন। ছোট থেকেই…

