ঘরের টাকা থেকে ২০ হাজার কাটমানি দাবি মালদহের বামনগোলা ব্লকের, গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতর, সাপমারী গ্রামে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিরুদ্ধে অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, মালদা:–-ঘর পেতে দিতে হবে কাটমানি।ঘরের টাকা থেকে ২০ হাজার কাটমানি দাবি মালদহের বামনগোলা ব্লকের, গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতর, সাপমারী গ্রামে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিরুদ্ধে অভিযোগ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা রাজ্য সরকার শুরু করেন নিজস্ব আবাস যোজনা ঘর দেওয়া কাজ আর সেই ঘর নিতে দিতে হবে কাটমানি ২০ হাজার টাকা এমন টাই অভিযোগ…

