মালদার আকাশে ডানার ছোঁয়া, শামখোলসহ হাজারো পরিযায়ী পাখির আগমন আদিনায়।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-–মে মাসের পর থেকেই শামখোলসহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজোলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে। এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায়, শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ। সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গননার…

