চঞ্চল প্রাণ : রাণু সরকার।
দোষ কীর্তন গাইবে সবাই জানি–তবু প্রিয়া তোমার কাছেই বাজাবো আমার প্রিয় তানপুরা খানি।হাত আমার শাসনে নেই, তাল হারিয়েছে তারে,ধৈর্য্যহীন চিত্তচাঞ্চল্য প্রহার করে পাঁজরের দ্বারে,প্রিয়া তুমি মান কোর না,বাঁধ তার বুঝে নিয়েচেষ্টা যেন সফল হয়, তোমার ভাবের উদ্রেক বিহ্বলতা দিয়ে।বেজে উঠুক সে তার অন্তরে আছে কথা যতগুঞ্জরণ রবে হৃদয়ের গোপন ব্যথা আছে যত,করে করুক কানাঘুষা লোকে,…

