ধুলিয়ান–সামশেরগঞ্জ দাঙ্গা: নির্দোষ যুবকদের মুক্তির দাবিতে অসহায় পরিবারগুলির আর্তি।
ধুলিয়ান, মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা :- সাম্প্রতিক ধুলিয়ান–সামশেরগঞ্জ দাঙ্গার জেরে একের পর এক নিরীহ যুবককে গ্রেফতার করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। প্রায় আট মাস ধরে জেলবন্দি রয়েছেন এলাকার একাধিক যুবক, যাদের পরিবার আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। পরিবারগুলোর দাবি, “আমাদের ছেলেরা কোনো দাঙ্গার সঙ্গে যুক্ত নয়। পুলিশ হঠাৎ করেই ধরে নিয়ে গেছে। আমরা পঞ্চায়েত, কাউন্সিলর,…

