কোচবিহারের কোতোয়ালির বধূ প্রেমে পড়েছিলেন বাংলাদেশের এক যুবকের, চোরাপথে বাংলাদেশে হিযে জীবনে নেমে আসে অন্ধকার।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোশ্যাল মিডিয়ায় প্রেমের করুণ পরিণতি! কোচবিহারের কোতোয়ালির বধূ প্রেমে পড়েছিলেন বাংলাদেশের এক যুবকের। প্রেমের টানেই সুদূর কোতোয়ালি থেকে নাবালিকা কন্যাকে নিয়ে বধূ পাড়ি দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। বাংলাদেশি প্রেমিকের নির্দেশেই হিলি সীমান্তের চোরাপথে গিয়েছিলেন বাংলাদেশের ওপারে। এরপরেই বধূর জীবনে নেমে আসে অন্ধকার। সংসার করা দূরে থাক, ওই বধূকে আটকে রাখা…

