ফোর্ট উইলিয়ামের কাছে সকালবেলায় দুর্ঘটনা, বাস-গাড়ির সংঘর্ষে চাঞ্চল্য।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সরকারি বাসের সজোরে ধাক্কা চার চাকার ছোট গাড়িতে। ফোর্ট উইলিয়ামের কাছে ময়দানে ক্যাসুরিনা রোডে দুর্ঘটনা। সকাল ৯ঃ ১৫ মিনিটে দুর্ঘটনা।আমতলা থেকে সরকারি বাস যা ছিল হাওড়াতে। যাত্রী বোঝাই সেই সরকারি বাসের সামনে আচমকাই সাটেল ব্রেক মারে চার চাকার ছোট গাড়ি। চার চাকার ছোট গাড়িটি সিএসসির অফিসে যাচ্ছিল। তারাতলা থেকে ভিক্টোরিয়া হাউসে যাচ্ছিল।…

