লাইটখল গুহা — পৃথিবীর অন্তস্তল ভ্রমণের বিস্ময়।
মেঘালয়, যার নামের অর্থই হলো “মেঘের আবাস”, প্রকৃতির বুকে এক অনন্য বিস্ময়ভূমি। পাহাড়, নদী, জলপ্রপাত, কুয়াশা আর গানের মতো বয়ে যাওয়া বাতাসে মেঘালয় যেন এক জীবন্ত কবিতা। এই কবিতার অন্তরে লুকিয়ে আছে অসংখ্য রহস্যময় গুহা — আর তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো লাইটখল গুহা (Liatkhwl Caves)। এই গুহা প্রকৃতিপ্রেমী ও অভিযাত্রীদের জন্য এক অতুলনীয় অভিজ্ঞতার…

