আদালতের বিচারপতি রাজীব সাহা শুক্রবার রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাবাসের রায় ঘোষণা করেন।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- নাবালিকা ধর্ষণের অভিযোগের ঘটনায় রফিকুল ইসলামকে আদালত গত বুধবার দোষী সাব্যস্ত করে, আজ মালদা জেলা আদালত তার যাবজ্জীবন কারাবাস সাজা ঘোষণা করে। ধর্ষণের ঘটনার তদন্ত করেছিল সিবিআই। ২০২১ সালে জুন মাসে নির্বাচন পরবর্তী সময় মালদার মানিকচক থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে, ওই ঘটনায় অভিযুক্ত ছিল এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। সিবিআই- এর হাতে ছিল মামলাটি। মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল অতিরিক্ত দায়রা আদালত দুই। আদালতের বিচারপতি রাজীব সাহা শুক্রবার রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাবাসের রায় ঘোষণা করেন।

