প্লাস্টিক বর্জন ও স্বচ্ছ ভারত গড়তে নানান কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ব্লক প্রশাসন।
ভাতার, নিজস্ব সংবাদদাতা:- প্লাস্টিক বর্তমানে সমাজে নতুন ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে। মানুষ ও ব্যবসায়ীদের তা বর্জন করার নির্দেশ দিচ্ছেন প্রশাসন। তা নিয়ে ব্লক প্রশাসন নানান কর্মসূচি পালন করছে। এবার নির্দেশ দেয়া হলো ভাতার ব্লকের বিভিন্ন হাইস্কুল গুলিকে।
এই প্লাস্টিক বর্জন ও স্বচ্ছ ভারত গড়তে নানান কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ব্লক প্রশাসন। সেই কথামতো ভাতার গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আজ অর্থাৎ বৃহস্পতিবার একটি রেলির আয়োজন করা হয়।
যেটি ভাতার গার্লস হাই স্কুল থেকে বিডিও অফিস পর্যন্ত হয়। ভাতার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অর্চি মজুমদার জানান। ব্লক প্রশাসনের নির্দেশমতো আমরা এই রেলি করলাম আমাদের শিক্ষিকারা দারুন ভাবে সহযোগিতা করেছেন সমাজে একটা ভালো মেসেজ গেল।
আমরা আজকের এই কর্মসূচি থেকে সাধারণ মানুষকে বার্তা দিয়েছে যে প্লাস্টিক পুরোপুরি ভাবে বর্জন করুন।

