মালদার মানিকচক ব্লকের চৌকিমিরদাদপুর অঞ্চলের শ্যামপুর গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে ড্রেনের কাজ করাকে নিয়ে গন্ডগোল।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- দুই প্রতিবেশীর মধ্যে ড্রেনের কাজ করাকে নিয়ে গন্ডগোল। দু পক্ষের আহত কয়েকজন। মালদার মানিকচক ব্লকের চৌকিমিরদাদপুর অঞ্চলের শ্যামপুর গ্রামের ঘটনা। ঘটনা সম্পর্কে জানা গেছে শ্যামপুর গ্রামের বাসিন্দা জাহানারা বেওয়া(৩৫) এবং ইসমাইল আনসারী(৫৫) মধ্যে প্রায় কুড়ি বছর ধরে পাঁচ শতক জমি নিয়ে বিবাদ চলছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানাগেছে জাহানারা বেওয়া ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। আজ শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ ইসমাইলরা নিজের বাড়ির ড্রেনের কাজ করছিলেন।জল নাকি জাহানারা বেওয়ার জমিতে ফেলে বলে অভিযোগ। প্রতিবাদ করায় লাঠি নিয়ে জাহানারা বেওয়ার উপরে চড়াও হয় ইসমাইল, সামিউল ও রমজানেরা বলে অভিযোগ।লাঠির আঘাতে আহত হয় জাহানারার মা ফেকিয়া বেওয়া(৬০), তার মাসি ও তার ছেলে বলে অভিযোগ।এক জনের অবস্থা গুরুতর অসুস্থ হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থানান্তর করা হয়েছে।অপরদিকে দু জন মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন।এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জাহানারা বেওয়ার তরফে।

