মুমুর্ষু রোগিকে নিয়ে রসাখোয়া হাসপাতালে যাবার পথে আটকে পড়ল দু দুটি অ্যাম্বুলেন্স।
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- করনদীঘি থানার রসাখোয়া শিলিগুড়ি মোড়ে যানজট নিত্যসঙ্গী।এই যানজটের কারনে পথচলাই দায় হয়েছে এলাকাবাসীদের।মঙ্গলবার মুমুর্ষু রোগিকে নিয়ে রসাখোয়া হাসপাতালে যাবার পথে আটকে পড়ল দু দুটি অ্যাম্বুলেন্স।প্রচন্ড গরমে অ্যাম্বুলেন্সে ছটপট করতে থাকে রোগী।স্থানীয় মানুষেরা ও সিভিক ভলানরটিয়ার মিলে গাড়ীগুলিকে সরিয়ে অ্যাম্বুলেন্সগুলিকে যাবার রাস্তা করে দেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,রসাখোয়া শিলিগুড়িমোড় একটি চৌরাস্তা।এই মোড় থেকে বোতোলবাড়ী হয়ে রায়গন্জ,গোয়াগাও হয়ে চাকুলিয়া যাবার দুটি রাস্তা বেরিয়েছে।তার উপরে রয়েছে অনিয়ন্ত্রিত টোটো ও ছোটোগাড়ী।রাস্তাতে দাড়িয়ে যাত্রী ওঠানামা করানো হয়।কে আগে যাবে,এই প্রতিযোগিতাতে যানজট লেগেই থাকে শিলিগুড়িমোড়ে।ট্রাফিক পরিচালনার জন্য সিভিক ভলান্টিয়ার থাকলেও, তা প্রয়োজনের তুলনায় সামান্য।এলাকাবাসীদের দাবী,অবিলম্বে প্রশিক্ষিত প্রয়োজন অনুযায়ী সিভিক ভলানরটিয়ার দেওয়া হোক।টোটো সহ বেপরোয়া গাড়ীগুলিকে নিয়ন্ত্রন করে চলাচল স্বাভাবিক করা হোক।

