জরাজীর্ণ কংক্রিটের ব্রিজের নিচে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, স্থানীয়দের দাবি ব্রীজ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জরাজীর্ণ কংক্রিটের ব্রিজের নিচে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, স্থানীয়দের দাবি ব্রীজ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সোমবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কেঠিয়া খালের ওপর অবস্থিত শিমুলতলা কংক্রিটের ব্রীজের কাছে । জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম ররি মন্ডল, বয়স আনুমানিক ৫০ বছর, ওই মৃত ব্যক্তির বাড়ি হিরোধর পুর গ্রামে। গতকাল অর্থাৎ রবিবার রাতে নাগাদ বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে যায় বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের, সোমবার সকালে ব্রীজের নিচ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ, ইতিমধ্যেই ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

