ছাড়পত্রে লেখা থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগে ছাড় আদায়কারী কর্মচারীদের কে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ী ও সাধারণ মানুষের।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ——ছাড়ের চেয়ে বেশি ছাড়ের টাকা কাটার অভিযোগ। ছাড়পত্রে লেখা থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগে ছাড় আদায়কারী কর্মচারীদের কে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ী ও সাধারণ মানুষের। যদিও বেশি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দু ছাড় আদায়কারী কর্মচারী। ঘটনাটি ঘটেছে রবিবার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজারে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত কর্মচারীদের সাসপেন্ড করার হুঁশিয়ারি মালদহ জেলা রেগুলেটেড মার্কেট কমিটি সম্পাদকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার ছিল তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজারে সাপ্তাহিক হাট। আগামী ৬ জুন রয়েছে ঈদুল আজহা। এদিন অসংখ্য গরু ও ছাগল মার্কেটে উঠে। সরকারি নিয়মানুযায়ী পশু কেনার পর হাট থেকে ছাড়পত্র কাটাতে হয়। হাটে ছাড়পত্র কাটার দায়িত্বে রয়েছে দু’জন কর্মচারী। অভিযোগ,ছাড়পত্রে ৭০ টাকা লেখা থাকলেও জোর করে ১০০ টাকা আদায় করার অভিযোগ উঠে ছাড় আদায়কারী কর্মচারীদের বিরুদ্ধে। এই নিয়ে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। পরে তাঁরা চাপে পড়ে কয়েকজনকে টাকা ফেরত দিতে বাধ্য হন। ব্যবসায়ী আঞ্জার আলি ও আব্দুস সামাদরা বলেন,৭০ টাকার ছাড়পত্র ধরিয়ে ১০০ টাকা করে আদায় করছেন। ১০০ টাকা না দিলে ছাড়পত্র কাটতে অস্বীকার করে। প্রতি রবিবার এইভাবে টাকা আদায় করছেন। অভিযুক্ত এক কর্মচারী জয়দেব দাস বলেন, ১০০ টাকা করে নেওয়া ভিত্তিহীন অভিযোগ করছেন। ১০ টাকা করে শুধু বেশি নেওয়া হয়েছে। অভিযোগ করার পর তাদেরকে ফেরত দিয়ে দিয়েছি। মার্কেট ইনচার্জ আশু দাস বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

