একই সঙ্গে এই দুই মনীষীর অবক্ষ মূর্তি স্থাপন।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মাথাভাঙা কালচারাল সোসাইটি ও পৌরসভার যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হলো মাথাভাঙা মালিবাগান মুক্তমঞ্চে। একই সঙ্গে এই দুই মনীষীর অবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। এদিন মূর্তির ফলক উন্মোচন করেন মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা, মাথাভাঙা-১ ব্লকের সভাপতি রাজিবুল হাসান প্রমূখ। এদিন কালচারাল সোসাইটির সভাপতি আলিজার রহমান বলেন, এবছর দুদিন ব্যাপী মনীষীদের জন্মদিন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম প্রিয়াঙ্কা বর্মন সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

