মুর্শিদাবাদ পৌর এলাকায় ৫৫ তম বিশ্ব ধরিত্রী দিবস পালন ।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ মঙ্গলবার ২২ শে এপ্রিল ২০২৫, ৫৫ তম বিশ্ব ধরিত্রী দিবস। আমাদের পৃথিবী গ্রহের গুরুত্ব ,সমস্ত মহাদেশ এবং মহাসাগরের বাস্তুতন্ত্রের সংরক্ষণ কে তুলে ধরার একটি দিন,। প্রতিবছর এক বিলিয়ন লোক একত্রিত হয়। পরিবেশগত এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে পৃথিবী রক্ষার শপথ গ্রহণ করেন।
ধরিত্রী দিবস উপলক্ষে শাহনগর সংকল্পের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় মুর্শিদাবাদ পৌর এলাকায় , জনসাধারণের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় যে আমরা পরিবেশকে কিভাবে রক্ষা করতে পারি এবং বিশ্ব ধরিত্রী দিবসের উদ্দেশ্য কি। সংস্থাটির সম্পাদিকা কুমকুম মুখার্জি সংবাদ মাধ্যম কে জানান “আওয়ার-পাওয়ার আওয়ার প্লানেট” এই কথাটি মনে রেখে সকলকে পরিবেশ রক্ষার সশ্রেষ্ঠ হতে হবে । আমরা পৃথিবী থেকে প্রতিনিয়ত নিয়ে নিয়ে পৃথিবীকে প্রায় নিঃস্ব করে ফেলেছি তাই এবার সময় এসেছে পৃথিবীকে কিছু দেবার।
আজকের এই শোভাযাত্রায় সংস্থাটির সদস্যবৃন্দ সহ শহরের পরিবেশপ্রেমী মানুষদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।

