ইআরডিএ-র নবনিযুক্ত প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে ডঃ কুমারী শর্মা-কে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সম্প্রতি এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ইআরডিএ)-এর পক্ষ থেকে একটি গৌরবজনক ঘোষণা করা হয়েছে। ডঃ কুমারী শর্মা-কে নবনিযুক্ত প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এই মনোনয়ন শুধুমাত্র তাঁর একাডেমিক ও গবেষণামূলক দক্ষতাকে স্বীকৃতি দেওয়া নয়, বরং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের প্রত্যাশার প্রতিফলন।

ডঃ জ্যোতি কুমারী শর্মা বর্তমানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বালুরঘাট কলেজে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত। তাঁর গবেষণামূলক কাজ, সমাজবিজ্ঞান ও অর্থনীতির বিভিন্ন বিষয়ে প্রকাশিত প্রবন্ধসমূহ এবং ছাত্র-ছাত্রীদের প্রতি দায়বদ্ধতা তাঁকে এক অনন্য শিক্ষাবিদের মর্যাদা দিয়েছে।

ইআরডিএ, যা মূলত শিক্ষা, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত, তার বিভিন্ন জেলা ও আঞ্চলিক পর্যায়ে যোগ্য প্রতিনিধি নিয়োগ করে থাকে। কুমারী শর্মার এই নিয়োগে বোঝা যায়, তিনি শুধু শিক্ষাজগতেই নয়, গবেষণা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

ডঃ শর্মা ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলায় ইআরডিএ-র জেলা প্রেসিডেন্ট হিসেবেও মনোনীত হয়েছেন। তাঁর কর্মক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীল চিন্তাভাবনা তাঁকে আরও উচ্চতর দায়িত্বের জন্য প্রস্তুত করে তুলেছে। ইআরডিএ-এর মতো একটি জাতীয় স্তরের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তিনি জেলা তথা রাজ্যের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন।

তাঁর নিয়োগের পর শিক্ষা মহলে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। অনেকে মনে করছেন, জ্যোতি কুমারী শর্মার মতো মেধাবী ও উদ্যোগী শিক্ষাবিদরা যদি নেতৃত্বে আসেন, তবে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও দক্ষ, বিজ্ঞানসম্মত ও সমাজমুখী হয়ে উঠবে।

এই মনোনয়নের ফলে তিনি ভবিষ্যতে আরও বৃহত্তর পর্যায়ে নীতি নির্ধারণ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *