গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়েও ভুয়ো ভোটার চিহ্নিত করতে অভিযান চালাবে তৃণমূল কংগ্রেস, এ নিয়ে সাংবাদিক বৈঠক।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে তৃণমূল কংগ্রেস।গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়েও ভুয়ো ভোটার চিহ্নিত করতে অভিযান চালাবে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন গঙ্গারামপুর নিউমার্কেট এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, ব্লক সভাপতি শংকর সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল সূত্রে খবর, ভুয়ো ভোটার চিহ্নিত করতে তৃণমূল কংগ্রেসের তরফে লন্স করা হয়েছে APP। সেই অ্যাপের মাধ্যমে জেলাজুড়ে অভিযান চালাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব।

