প্রায় ২০ মাস প্রধান নুরি বেগম পঞ্চায়েতে না আসার কারণে তার সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয় উপপ্রধানকে।

উত্তর দিনাজপুর, ইসলামপুর :– ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানকে। প্রায় ২০ মাস প্রধান নুরি বেগম পঞ্চায়েতে না আসার কারণে তার সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয় উপপ্রধানকে। ব্লক প্রশাসনের তরফ থেকে চিঠি করে জানিয়ে দেওয়া হয়।

প্রধান নুরি বেগমেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় অকাল হলিতে মাতলেন সাধারণ জনগণ।

উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠে। সেই অভিযোগ তুলে তৃণমূলের একাংশরা আন্দোলন শুরু করে। তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রধান নুরি বেগমকে দল থেকে আগেই বহিষ্কার করে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন। কয়েক মাস আগেই প্রায় ২০০ সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েতে বসে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির টাকা ফেরত দেন প্রধান নুরি বেগম। এরপর প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেন তৃণমূলের নেতৃত্বরা। প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় প্রায় ২০ ধরে গ্রাম পঞ্চায়েতে আসেন না নুরি বেগম। এর ফলে গ্রাম পঞ্চায়েতের কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছিল আধিকারিকদের। শেষমেশ প্রধান নুরি বেগমের গ্রাম পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানের হাতে। বুধবার এই খুশিতে অকাল হলিতে মাতলেন সাধারণ জনগণ। এবং বাজনা ও ডিজে বাজিয়ে আবির খেলায় উপপ্রধানকে নিয়ে মিছিল করে গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা হন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *