মুখ্যমন্ত্রী সাপের মুখেও চুমু খাচ্ছে আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে কটাক্ষ সেলিমের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—ইমামদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক, কটাক্ষ সেলিমের কটাক্ষ। মুখ্যমন্ত্রী সাপের মুখেও চুমু খাচ্ছে আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে কটাক্ষ সেলিমের। এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে, তাহলে এখানকার পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন আঙ্গুল চুষছেন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উভয় সরকারের দায়িত্ব। হনুমান জয়ন্তী,রাম নবমি তার সঙ্গে ঈদ এই ধরনের গন্ডগোলের আশঙ্কা চলছিল। তাহলে পুলিশের কাছে কোন খবর ছিল না। কেন এস পি কে বরখাস্ত করা হলো না। আমরা ৩৪ বছর ক্ষমতায় ছিলাম কোনদিনও দাঙ্গা হয়েছে। আজ মালদার মানিকচকে বিভেদ নয় সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলুন এবং কুড়ি এপ্রিল ব্রিগেড চলো সমাবেশে উপলক্ষে এক মিছিলে অংশ নিয়ে বললেন মোহাম্মদ সেলিম।