লক্ষ্মীপুর ইসলামিক সমাজের পক্ষ থেক ওয়াকাপ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারাদেশের বিভিন্ন রাজ্য জুড়ে ঝড় উঠেছে ওয়াকাফ আইন বাতিল করতে হবে । একই রকম ভাবে ওয়াকাফ আইন বাতিলের দাবিতে চোপড়া ব্লকের লক্ষিপুর অঞ্চলে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল করেন লক্ষিপুর এলাকার সাধারণ মানুষজন। এদিন লক্ষ্মীপুর ইসলামিক সমাজের পক্ষ থেক ওয়াকাপ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি শুরু হয় লক্ষীপুর বাজার থেকে এবং লক্ষীপুর রাজ্য সড়ক হয়ে মালিগায় গিয়ে মিছিলটি শেষ হয়।। মিছিল শেষে বিক্ষোভকারীরা সাংবাদিকদের জানিয়েছেন ওয়াকাপ বিল বাতিল করতে হবে। কেননা ওয়াকাপের সম্পত্তি সম্পূর্ণ মুসলিমদের সম্পত্তি। মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার বলে অভিযোগ। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার সংবিধানকে বারবার আক্রমণ করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের । কেন্দ্রের মোদি সরকার বারবার একাধিক সমাজবিরোধী আইন নিয়ে আসছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের। এই ওয়াকাপ আইন বাতিল না করলে আগামীতে এর থেকে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। লক্ষ্মীপুর ের ওয়াকাপ আইন বাতিলের মিছিলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যোগ দিয়েছিলেন।