বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে বালুঘাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে এবং যোগ্য শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বালুরঘাট থানার সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি।
এদিন বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে বালুঘাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সদস্যরা। শিক্ষকদের চাকরি দুর্নীতি, শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জ ও রাজ্য জুড়ে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন বালুরঘাট থানার গেটে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।
অপীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।