স্বামীর অধিকার পেতে ধর্নায় বসেছে দুই সন্তানের মা রিমা বিবি।
মুর্শিদাবাদ-ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা:- স্বামীর অধিকার পেতে দু সন্তানের মায়ের ধরনা প্রেমিকের বাড়ির সামনে।
স্বামীর অধিকার পেতে ধরনাই বসেছে দুই সন্তানের মা রিমা বিবি বয়স ২৩ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত কানাপুকুর গ্রাম এলাকায় বিয়ের ১০ দিন হতে না হতেই প্রেমিকের বাড়ির সামনে ধরনাই এক গৃহবধূ ওই গৃহবধূর মুখ থেকে শোনা যায় আড়াই মাস আগে তাদের রং নাম্বারে পরিচয় হয় আর এতেই গদগদ প্রেম উথলে উঠে এই আড়াই মাসে আর প্রেমের কিছুদিন যেতে না যেতেই তারা বিয়ে করে ফেলে মার্চ মাসের ২৭ তারিখে তারপরেই স্ত্রীর অধিকার পেতে ধর নাই ওই গৃহবধূ রিমা বিবি কানাপুকুর এলাকার ওকিপুর শেখ নামে এক যুবকের বাড়ির সামনে ঘটনা সূত্রে জানা যায় ওই গৃহবধূর আগের এক স্বামী ছিল এবং দুটি বাচ্চাও আছে একটি পাঁচ বছরের এবং একটি তিন বছরের কি করে ছেড়ে আসতে পারলো স্বামী ও বাচ্চাকে এই এই গৃহবধূ। ঘটনা স্থল থেকে পলাতক যুবক ও যুবকের পরিবার
তিনি বলেন, ‘আমি স্বামীর বাড়ি থেকে যাব না। স্বামীকে নিয়ে যাব, না হলে এখানেই মরব।’
ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানগোলা থানার পুলিশ এবং ওই গৃহবদিকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় থানায় এবং ছেলেপক্ষর বাড়ির লোকজনকেও ডেকে পাঠানো হয়।

