তৃণমূল সরকারের দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল, কেন্দ্রের আনা অগণতান্ত্রিক ওয়াকফ বিল এবং জীবনদায়ী ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে DYFI
ভগবানগোলা,নিজস্ব সংবাদদাতা :- তৃণমূল সরকারের দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল, কেন্দ্রের আনা অগণতান্ত্রিক ওয়াকফ বিল এবং জীবনদায়ী ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে DYFI ভগবানগোলা দক্ষিণ লোকাল কমিটির ডাকে আজ ভগবানগোলা থানার সামনে জোরদার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কুস পুতুল দাহ করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি। কুস পুতুল দাহ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
বিক্ষোভ চলাকালীন প্রায় ১০ মিনিট ধরে পথিকী অবরোধ চলে, যার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
DYFI-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার আজ চরম উদাসীন। যোগ্য চাকরিপ্রার্থীদের জীবন নিয়ে ছেলেখেলা করা চলবে না। মানুষের পক্ষে আন্দোলন আরও জোরালো হবে।’’
বিক্ষোভে উপস্থিত ছিলেন লোকাল কমিটির নেতৃবৃন্দ ও বহু যুব কর্মী-সমর্থক। সংগঠনের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ আগামী দিনেও চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

