৮ জন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মী না আসায় সমস্যা পরেছে পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — ২০১৬ সালের এসএসসি’র পুরো প্যানেল বাতিলের প্রভাব দেখা গিয়েছে পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়েও। মোট ৩৯ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মোট ১০ জন বিদ্যালয় আসছেন না। তার মধ্যে ৮ জন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মী না আসায় সমস্যা পরেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বিদ্যালয়ের শুরু হয়েছে পরীক্ষা আর সেই পরীক্ষায় শিক্ষক, শিক্ষিকার অভাব দেখা দিয়েছে। বিদ্যালয়ে পরীক্ষার ছাত্র ছাত্রীদের পরিক্ষা নেওয়ার জন্য শিক্ষক, শিক্ষিকা বদলে পাঠানো হয়েছে, ভোকেশনাল শিক্ষক, এবং হোস্টেলের টিউশন শিক্ষকদের। পরিক্ষার গার্ড হিসেবে তাদের দিয়ে ছাত্র ছাত্রীদে পরীক্ষার নেওয়া হছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার বলেন, শিক্ষক শিক্ষিকা অভাবে ছাত্র ছাত্রীদের পরীক্ষা নিয়ে হিমশিম অবস্থা। আমি নিজেও পরীক্ষার হল যাচ্ছি । কীভাবে পরীক্ষা সম্পন্ন হবে তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।তাই ভোকেশনাল শিক্ষক, শিক্ষা কর্মী ও হোষ্টেলর টিউশন শিক্ষক মোট ১০ জনকে নিয়ে পরিক্ষা নেওয়া হছে ছাত্র ছাত্রীদের।

