গাজার রাফা শহরের ৯০ শতাংশ বসতবাড়ি ইসরাইলি হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে, বিক্ষোভ প্রদর্শন এসইউসিআইসির পক্ষ থেকে।

পশ্চিম বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :”মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে একটা জাতিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে ধারাবাহিকভাবে গণহত্যা ঘটিয়ে চলেছে ইজরায়েল। এপর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। এর অধিকাংশই নারী ও শিশু। এখনো পর্যন্ত কমপক্ষে ১ লক্ষ ১৫ হাজার মানুষ জখম।
সাংবাদিকদের উপরেও নৃশংস হত্যা লীলা চালাচ্ছে ইসরায়লি প্রশাসন।
ইতিমধ্যেই গাজার রাফা শহরের ৯০ শতাংশ বসতবাড়ি ইসরাইলি হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে। ১২০০০ বর্গমিটার এলাকা সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী। খাবার নেই, পানীয় জল নেই, নিকাশি ব্যবস্থা নেই, চিকিৎসা নেই, চারিদিকে পচা গলা দেহাংশ।
অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার দাবিতে, আজ এসইউসিআইসি পক্ষ থেকে দুর্গাপুরে বেনাচিতিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে উপস্থিত থেকে পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ বন্দ্যোপাধ্যায় এই বর্বরতার বিরুদ্ধে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।”