ভারতে ইসরাইল এর পতাকা দেখিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন অর্জুন সিং : বিধায়ক সোমনাথ শ্যাম।

ভাটপাড়া, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী শোভাযাত্রায় ইজরাইলি পতাকা থাকায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক সোমনাথ শ্যাম, এবং জানান ভারতে ইসরাইল এর পতাকা দেখিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন অর্জুন সিং।
এন্তব্যের পরিপ্রেক্ষিতে অর্জুন সিং জানান ইসরাইল ভারতের সব থেকে ভালো বন্ধু, তাই পতাকা রাখা হয়েছে। এবং মহরমের দিন ভাটপাড়ায় পেলেস্থিন এর পতাকা ওড়ানো হয়েছে।