পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের আড়াঙ্গা গ্রামে অবৈধভাবে জমি কব্জা করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর-এগরা, নিজস্ব সংবাদদাতা :- অবৈধভাবে জমি কব্জা করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের আড়াঙ্গা গ্রামে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে একটি বাচ্চাদের সমাধি দেওয়ার জায়গা ছিল। শাসকদলের মদতে অনেক টাকা পয়সা নিয়ে কিছু লোককে অনুচিতভাবে ওই জায়গাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলে আমরা আজকে গ্রামের প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমেছি। এবং ওই জায়গাটাকে রক্ষার চেষ্টা করছি। আমরা অবিলম্বে দাবি করছি প্রশাসন যাতে এই বিষয়টা খতিয়ে দেখে, যারা অবৈধভাবে এই জায়গাটা কব্জা করে নিচ্ছে তাদের থেকে এই জায়গাটা মুক্ত করে যেন আমাদের গ্রামের হাতে তুলে দেয়। গত এক বছর ধরে এই ঘটনাটা ঘটছে, প্রশাসনের কোন ভূমিকা এক বছরে আমরা দেখতে পাইনি। আজ থেকে প্রশাসন যদি এ বিষয়ে কোন ভূমিকা না নেয়, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো। কিন্তু
এই প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান বলেন,
“এই বিষয়টা আমাদের নজরে নেই। রেকর্ড করেন বিএলআরও অফিস। পঞ্চায়েতের এক্ষেত্রে কোন করার থাকে না। আমি এই বিষয়টা সম্পর্কে কিছু বলতে পারব না।” তবে এখন দেখার বিষয় যে, প্রশাসন কি পদক্ষেপ নেয়!